ইবরাহীম আদহাম

  ১১ জানুয়ারি, ২০২০

শীতের পিঠা

শীত সকালে চুলার পাড়ে

ঈষৎ উষ্ণ ছোঁয়া

মন কেড়ে নেয় সুবাস মাখা

মিষ্টি পিঠার ধোঁয়া।

গাঁয়ের গাছি খুব সকালে

নামায় রসের হাঁড়ি

কাঁধে করে যায় নিয়ে যায়

সবার বাড়ি বাড়ি।

খেজুর রসে গাঁয়ের বধূ

বানায় পিঠাপুলি

উষ্ণ ছোঁয়ায় পিঠা খেয়ে

আনন্দেতে দুলি।

চিতই ভাপা পাটিসাপটা

হরেক রকম পিঠা

শীতের পিঠা অমৃত যেন

খেতে ভারি মিঠা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close