কাজী মারুফ

  ০৪ জানুয়ারি, ২০২০

শীত এসেছে

শীত এসেছে শীত এসেছে

লাগছে হিমের ছোঁয়া

প্রভাতকালে কথার সঙ্গে

বেরোয় গরম ধোঁয়া।

পাড়া-গাঁয়ে ধুম পড়েছে

পিঠাপায়েস খাওয়া

রসের হাঁড়ি ঝুলছে গাছে

বইছে শীতল হাওয়া।

বাড়ি বাড়ি হচ্ছে তৈয়ার

মুড়ি-চিড়ার মোয়া

উষ্ণ হতে কেউবা থাকে

কাঁথার নিচে শোয়া।

বরফগলা হিম পানিতে

কষ্টসাধ্য নাওয়া

হাত বাড়িয়ে ছুঁতে গেলে

করছে শীতে ধাওয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close