দিপংকর দাশ

  ২৬ অক্টোবর, ২০১৯

মায়ের উপদেশ

ঘুম থেকে ওঠ ইস্কুলে ছুট

পাঠে দে তুই মন,

তুই তো খোকা পুঁচকে বোকা

লাফাস সারাক্ষণ।

এটা জানিস সদা মানিস

কাজেই মিলে সুখ,

দিলে ফাঁকি বলে রাখি

পাবিই শুধু দুখ।

থাকলে অলস শূন্য কলস

সামনে অন্ধকার,

যতই হাঁটবি শুধুই খাটবি

বন্ধু থাকবে দ্বার।

অপরাধে বিষের ফাঁদে

জড়াস যদি তুই,

ধিক্কার পাবি গোল্লায় যাবি

পেছন ঠুকবে সুঁই।

সময়মতো কর্ম যত

সেরে নে তুই আজ,

ভবিষ্যতে সুখের রথে

তুই-ই করবি রাজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close