সুফিয়ান আহমদ চৌধুরী

  ১৫ ডিসেম্বর, ২০১৮

হেমন্তের ছোঁয়া

ঘরে ঘরে নবান্নের

আয়োজনে ধুম

কাশবনে কাশফুল

হাওয়ার চুম।

মাঠে মাঠে পাকা ধান

সোনা রঙে হাসে

চাষি মুখে হাসি খুশি

স্বপ্ন চোখে ভাসে।

হই চই ধান কাটে

উৎসবে মাতে

মেলা আর গানে গানে

রাখে হাত হাতে।

শিশিরের ভেজা ঘাস

চিক চিক করে

ঝকঝকে নীলাকাশে

দৃষ্টি যায় ভরে।

ভোরবেলা জাগে দেশ

সাদা বক ওড়ে

মিষ্টি রোদে মিঠে পিঠে

কতো সুখ ঘরে।

চারপাশে চারদিকে

হেমন্তের ছোঁয়া

খই ভাজা মুড়ি ভাজা

খেতে মজা মোয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close