মনসুর হেলাল

  ২০ অক্টোবর, ২০১৮

শরৎ এলে

শরৎ এলে শিউলি ফোটে

দূর্বাঘাসে মুক্তা জ্বলে

ভোর বেলা;

পদ্মফুলের মঞ্জুরিতে

মৌমাছিদের আলুথালু

ঢেউ খেলা।

শরৎ এলে বাউরি বাতাস

দোল দিয়ে যায় নদীর ধারে

কাশবনে;

ঝিঁঝিঁর গানে রাত্রি নামে

মিটিমিটি জোনাক জ্বলে

বাঁশবনে।

শরৎ এলে আকাশ জুড়ে

সাদা মেঘের আনাগোনা

একটানা;

তার মাঝেও হঠাৎ করে

অঝোর ধারায় বৃষ্টি আবার

দেয় হানা।

শরৎ এলে শান্ত বিলে

ঝিরিঝিরি জলের কাঁপন

প্রাণ টানে;

ডাহুক ডাকে শালিক নাচে

মৌ মৌ মৌ শীতের ছোঁয়া

তার গানে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close