প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৪ সেপ্টেম্বর, ২০১৯

আফগানে জঙ্গিবিরোধী অভিযানে আটক বাংলাদেশি যুবক

আফগানিস্তানের দক্ষিণ হেলমান্দ প্রদেশে সন্দেহভাজন একটি জঙ্গি আস্তানায় অভিযানে ১৪ তালেবান সদস্যকে গ্রেফতার করা হয়ছে। গ্রেফতারদের মধ্যে পাঁচ পাকিস্তানি ও এক বাংলাদেশি রয়েছেন বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে। গতকাল সোমবার মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘সন্ত্রাসবাদী হামলা সংগঠিত করার লক্ষ্যে সক্রিয় একটি বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে’ ওই অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্ত্রাসীদের সরবরাহ ও সরঞ্জামের বিশাল গুদাম ধ্বংস করা হয়।

আরেক কর্মকর্তা বলছেন, এক বিদেশি জঙ্গি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজকেসহ পাঁচজনকে হত্যা করেছিল। বাড়িটিতে পুরুষ ও নারীদের আত্মঘাতী বোমা হামলাকারী হতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। আমরা সেখানে অভিযান চালাই। হামলায় বেসামরিকরাও আহত হয়েছে বলে আমরা অবগত। হেলমান্দ প্রদেশের কাউন্সিলের সদস্য আতাউল্লাহ আফগান বলেন, জঙ্গি আস্তানা সংলগ্ন বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া ৩৫ জন বেসামরিক মানুষ মারা যায় এবং ১৩ জন আহত হয়। তবে প্রাদেশিক কাউন্সিলের আরেক সদস্য আবদুল মজিদ আখুন্দজাদা বলেন, নিহত ৪০ জন, যাদের সবাই বেসামরিক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close