প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২১ মে, ২০২৪

অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোখবার ও বাঘেরি পররাষ্ট্রমন্ত্রী

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ মোখবার। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ভাইস প্রেসিডেন্ট মোখবারকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলী বাঘেরি কানিকে। প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে পাঁচ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনি।

আলি খামেনি জানান, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। সংবিধানের ভিত্তিতেই দেশের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন ৬৮ বছর বয়সি মোখবার। আগামী ৫০ দিনের মধ্যে ইরানে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করবেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোখবার।

ইরানের সংবিধান অনুযায়ী, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, পার্লামেন্টের স্পিকার ও বিচার বিভাগের প্রধান- এ তিনজনকে নিয়ে অন্তর্বর্তী কাউন্সিল গঠিত। এ কাউন্সিল আগামী ৫০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করবে। মোখবারকে প্রেসিডেন্ট রাইসির মতো সর্বোচ্চ নেতা আলি খামেনির ঘনিষ্ঠ বিবেচনা করা হয়। ২০২১ সালে ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট হলে মোখবারকে প্রথম ভাইস প্রেসিডেন্ট করা হয়।

এদিকে হেলিকপ্টার দুর্ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হয়েছেন ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি কানি। ২০২১ সালের সেপ্টেম্বরে দেশটির ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন কানি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close