প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৯ ফেব্রুয়ারি, ২০২৪

দুই শিক্ষার্থীসহ সড়কে ৮ জনের প্রাণহানি

টাঙ্গাইল, নেত্রকোনা, নারায়ণগঞ্জ ও লালমনিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৮ জন নিহত হয়েছেন। গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

টাঙ্গাইল : টাঙ্গাইলে গোড়াই-সখিপুর সড়কের মির্জাপুরের বাঁশতৈল তেলিপাড়ায় গতকাল বিকেলে সাড়ে ৪টায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তারা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন বলে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হুমায়ূন কবীর জানিয়েছেন। নিহতরা হলেন- উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া গ্রামের তারা মিয়ার স্ত্রী রহিমা বেগম (৪৫), গায়রাবেতিল গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে লুৎফর রহমান মইজুদ্দিন (৪০), উয়ার্শী ইউনিয়নের নগর ভাতগ্রামের বিদ্যুৎ মিয়ার ছেলে আকাশ মিয়া (৩০) ও নাজমুল হাসান (৩৫)। মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম জানান, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। আইনি পক্রিয়া শেষে নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

নেত্রকোনা : মদনে পল্লী বিদ্যুতের বেপরোয়া ট্রলির চাপায় লাকি আক্তার (১৮) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। গতকাল সকালে মদন-খালিয়াজুরী সড়কে গোবিন্দশ্রী গ্রামে সুজন বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাকি আক্তার উপজেলা গোবিন্দশ্রীর বারঘড়িয়ার আবদুল হাই তালুকদারের মেয়ে এবং মদন সরকারি হাজী আবদুল আজিজ খান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

এছাড়া একই উপজেলায় ইজিবাইক চাপায় রিমা আক্তার (৭) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। গতকাল বিকালে মাদরাসা থেকে বাড়ি যাওয়ার সময় মদন-কাইটাইল সড়কের রত্নপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমা উপজেলার রত্নপুর গ্রামের মাজেদ মিয়ার মেয়ে।

নারায়ণগঞ্জ : সিদ্ধিরগঞ্জে গত শনিবার রাত ৯টায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মজনু (৪৫) নামে একজন সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত মজনু পূর্ব শিমুলপাড়ার আরশাদ আলির ছেলে। ইজিবাইক চালক শাওনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

লালমনিরহাট : পাটগ্রামে ট্রাক্টর উল্টে আবুল কালাম আজাদ নাজু (২৩) নামে এক চালক নিহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলার পানবাড়ির পাবনাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ নাজু উপজেলার লক্ষ্যনাথের কামাত এলাকার হামিদুল হকের ছেলে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close