নিজস্ব প্রতিবেদক

  ২১ মে, ২০২৪

বাজেট অধিবেশন বসছে ৫ জুন

সংসদে এবারের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী ৫ জুন। এ অধিবেশন দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আবদুস সালাম।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৫ জুন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় বাজেট অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। আগামী ৬ জুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট উত্থাপন করবেন। এবারের বাজেট হচ্ছে প্রায় ৮ লাখ কোটি টাকার।

বাজেট অধিবেশন হওয়ায় এইবারের অধিবেশনটি আগের দুটির চেয়ে কিছুটা বেশি কার্র্যদিবসের হবে। বাজেট অধিবেশনটি চলতি ২০২৪ সালেরও তৃতীয় অধিবেশন। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ২ মে শুরু হয়ে ৯ মে শেষ হয়। ওই অধিবেশনে একটি বিল পাস হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close