ফরিদপুর প্রতিনিধি

  ২৩ মে, ২০২৪

২ শতাধিক শিক্ষার্থীকে স্কুল ব্যাগ দিল কোডেক

ফরিদপুরে কোডেকের আয়োজনে গতকাল বৃহস্পতিবার ২ শতাধিক শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। ছবি: প্রতিদিনের সংবাদ

ফরিদপুরের সদরপুরের ৯১ নং নয়রশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীকে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) উদ্যোগে স্কুল ব্যাগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে শিক্ষার্থীদের এসব সামগ্রী বিতরণকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল, বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা রুপা ঘোষ, স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল আজিজ খান, জমিদাতা মুজিবুর রহমান শিকদার, শিক্ষানুরাগী আবু সুফিয়ান তালুকদার।

কোডেকের শাখা ব্যবস্থাপক মাহবুব আলমের সার্বিক পরিচালনায় তুলে ধরেন এলাকা ব্যবস্থাপক আব্দুল কুদ্দুস। বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কালামের সভাপতিত্বে এ সময় শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ তুলে দেন এ সময় আরো উপস্থিত ছিলেন কোডেকের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষকরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফরিদপুর,ভাঙা,স্কুলব্যাগ,কোডেক,শিক্ষার্থী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close