শালিখা (মাগুর) প্রতিনিধি

  ২৩ মে, ২০২৪

উপজেলা পরিষদ নির্বাচন

শালিখায় জামানত হারাচ্ছেন তিন প্রার্থী

ছবি: প্রতিদিনের সংবাদ

সারাদেশের ন্যায় মাগুরার শালিখা উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচন হয়েছে। মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত এ নির্বাচনে ১৫ শতাংশ ভোট না পাওয়ায় জামানত হারাচ্ছেন এক চেয়ারম্যান প্রার্থী ও দুই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী।

জামানত হারানো প্রার্থীরা হলেন, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী চঞ্চল মাহমুদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শিলা জামান ও আমেনা খাতুন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর সাক্ষরিত এক ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বলেন, নির্বাচনী বিধি অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য একজন প্রার্থীকে নির্বাচন কমিশনের (ইসি) কাছে এক লাখ টাকা এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য জমা দিতে হয় ৭৫ হাজার টাকা। নির্বাচনী এলাকার প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট যদি কোনো প্রার্থী না পান, তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাগুর,শালিখা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close