রাঙামাটি প্রতিনিধি

  ২৩ মে, ২০২৪

রাজস্থলীর সীমান্ত সড়কে ব্যক্তির মরদেহ উদ্ধার 

ছবি: সংগৃহীত

রাঙামাটির রাজস্থলী উপজেলা সীমান্ত সড়কে হেলাল উদ্দিন (৪৭) নামের ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) বিকেলের দিকে উপজেলার সীমান্ত সড়কের মিতিংগ্যাছড়ি এলাকার রাস্তার পাশে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন।

জানা গেছে, হেলাল উদ্দিন রাঙামাটির লংগদু উপজোলার ইসলামপুরের মৃত আহসান উল¬াহর ছেলে। তিনি সীমান্ত সড়কের নিয়োজিত বাবুর্চি হিসেবে কাজ করতেন। গত সোমবার অসুস্থতার কারণে কর্মস্থল থেকে রাজস্থলীতে ফেরার পথে তিনি নিখোঁজ হন। পরে বৃহস্পতিবার বিকেলে রাস্তার পাশে তার মরদেহ স্থানীয়রা দেখার পরে থানায় জানায়।

ওসি ইকবাল হোসেন এ বিষয়ে জানান, হেলাল কিভাবে মারা গেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই সঠিক তথ্য জানা যাবে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাঙামাটি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close