নিজস্ব প্রতিবেদক

  ২২ মে, ২০২৪

বিআরটিসি চসিককে দিল তিনটি ড্রাম ট্রাক

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ও চসিকের মধ্যে চসিকের বর্জ্য পরিবহনের কাজে ব্যবহৃত গাড়ি মেরামত সংক্রান্ত একটি সমঝোতা স্মারক ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়। প্রথম অবস্থায় একটি গাড়ি যথাযথভাবে মেরামত করে হস্তান্তর করা হয়। এরপর গতকাল চট্টগ্রামে তিনটি ড্রাম ট্রাক মেরামত করে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমী, বিআরটিসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ট্রাক ডিপো ব্যবস্থাপক মো. মফিজ উদ্দিন এবং ইউনিট প্রধান মো. জুলফিকার আলী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close