গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ২৩ মে, ২০২৪

গোবিন্দগঞ্জে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন

ছবি: প্রতিদিনের সংবাদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলতি বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরের গোলাপবাগ খাদ্য গুদামে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়ার সভাপতিত্বে এ কার্যক্রমের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুস সোবহান, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি রেজাউল করিম রফিক, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মুন্নু, মানিক কুমার সাহাসহ অন্যান্যরা।

জানা গেছে, চলতি বোরো মৌসুমে ৩০০ কৃষকের কাছ থেকে লটারির মাধ্যমে ২ হাজার ৯৯৭ মেট্রিক টন ধান, ১১ হাজার ৫৭০ মেট্রিকটন সিদ্ধ চাল, ৭০৬ মেট্রিকটন আতপ চাল এবং ১২২ মেট্রিকটন গম সংগ্রহ করা হবে।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাইবান্ধা,গোবিন্দগঞ্জ,বোরো,ধান,উদ্বোধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close