reporterঅনলাইন ডেস্ক
  ০৬ মে, ২০২৪

মোহাম্মদপুরে ঝড়ে দেয়াল ভেঙে নারীর মৃত্যু

মৃত ব্যক্তির প্রতীকী ছবি। গেটি ইমেজ

রাজধানীর মোহাম্মদপুরে ঝড়ো বাতাসে নির্মাণাধীন একটি বহুতল ভবনের দেয়াল ভেঙে পাশের টিনশেড ঘরে পড়ে ঘুমিয়ে থাকা এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম রেশমা নামে। আহত হয়েছেন তিন শিশুসহ সাতজন।

রবিবার রাত ১০টার পর এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

আহতরা হলেন চার বছরের শিশু রুহান, সাত বছরের রাহাত, ৯ বছরের রাফি, রুমা, লিমা, লুৎফা, ফারুক। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রেশমার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

জানা যায়, রাত ১০টার দিকে রাজধানীতে তীব্র ঝড় শুরু হয়। সেই সঙ্গে হয় শিলাবৃষ্টিও। এ সময় বেশ কিছু এলাকায় গাছ ভেঙে পড়ে। এর মধ্যে মোহাম্মদপুর ঢাকা উদ্যান সি ব্লকে ১৫ তলা ভবনের ১১ তলায় নির্মাণ করা দেয়াল ঝড়ো বাতাসে ভেঙে পাশের টিনশেড ঘরের পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় রেশমা মারা যান। আহত হন সাতজন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নারীর মৃত্যু,ঝড়,মোহাম্মদপুর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close