reporterঅনলাইন ডেস্ক
  ২৬ মে, ২০২৪

ঘূর্ণিঝড় রেমাল : বন্ধ থাকবে বঙ্গবন্ধু টানেল

ছবি : সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় রেমালের কারণে আজ রোববার সন্ধ্যা থেকে আগামীকাল সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বন্ধ রাখা হবে।

রোববার (২৬ মে) দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, উপকূলের বিভিন্ন এলাকা থেকে ৮ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এসব এলাকা থেকে অন্যদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে আহ্বান জানানো হয়েছে।

এদিকে দুর্যোগ মোকাবিলা ও দুর্গত মানুষের পাশে থাকার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

মহিববুর রহমান বলেন, উপকূলীয় অঞ্চলে আপাতত স্কুল খোলা থাকবে। তবে ক্লাস বন্ধ থাকবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বঙ্গবন্ধু টানেল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close