
০৪ ডিসেম্বর, ২০২২
শহরালির কড়চা

খরা নিয়ে লিখব ছড়া
ভাবছি অনেক দিন থেকে
লাইক না দিলে বন্ধুরা ভাই
লাইক কি দেবে চীন থেকে?
খরা মানে বৃষ্টিবিহীন
মাঠ ফেটে হয় চৌচিরে
খরা থাকে ফেসবুকেও
সেই কথা আজ কইছি রে।
কারো লেখায় বৃষ্টি সমান
লাইক কমেন্টের ঝড় বহে
এমনতর লাইক কমেন্টের
কেমনে বন্ধু ধরব হে?
ঝড় বহানোর সূত্র আজও
করি নাই ভাই আবিষ্কার
জানি না তো এমন ঝড়ের
ফল দেওয়া রোজ তাবিজ কার?
* বাসুদেব খাস্তগীর
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন