reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মার্চ, ২০২৪

শহরালির কড়চা

কেউ খেতে যায় ফুসকা বাদাম

কেউ দেখায় রে চেহারা

চা খেয়ে কেউ আড্ডা মারে

কেউ কিনে খায় পেয়ারা।

কেউবা আসে সেজেগুজে

রং বাহারি শাড়িতে

ঘুরেফিরে গাড়ি ধরে

বই থাকে না গাড়িতে।

বইমেলাতে গেলেও আর

বাসায় কি আর বই আনে?

মোটেও না- পেটপুরে খায়

মোয়ামুড়ি খই আনে।

কেনার চাইতে লোকদেখানো

ভাবটাই আজ গুরুত্বে

কেনা তো নয়, ছবির মেলা

বই গিয়েছে দূরত্বে।

* বাসুদেব খাস্তগীর

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close