reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মার্চ, ২০২৪

মজার জোকস

*

নবদম্পতির সিনেমা দেখা

নতুন স্বামী-স্ত্রী সিনেমা দেখতে গেছেন। সিনেমা দেখছেন আর গড়গড় করে কথা বলছেন। এক দর্শক বিরক্ত হয়ে বললেন-

দর্শক : আরে ভাই, কী এত কথা বলছেন? কিছুই তো শুনতে পাচ্ছি না।

স্বামী : স্বামী-স্ত্রীর কথা আপনি শুনবেন কেন?

*

ক্লাসে স্যার এভারেস্ট দেখালেন

শিক্ষক : বলতো এভারেস্ট কোথায়?

ছাত্র : জানি না।

শিক্ষক : এটাই জানো না! কানে ধরে বেঞ্চের ওপর দাঁড়ালেই সব জানতে পারবে!

ছাত্র : কেন স্যার? কানে ধরে বেঞ্চের ওপর দাঁড়ালে এভারেস্ট দেখা যাবে?

*

অর্ধেক ডিভোর্স হতো না!

স্ত্রী : পুরুষরা বিয়ের আগে নারীদের সঙ্গে যেমন আচরণ করে; তেমনটা যদি বিয়ের পরেও করত, তাহলে অর্ধেক ডিভোর্স হতো না!

আইনজীবী : ম্যাডাম, নারীরা বিয়ের পর পুরুষদের সঙ্গে যে ব্যবহার করে; তা যদি বিয়ের আগে করত, তাহলে অর্ধেক বিয়েই হতো না!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close