reporterঅনলাইন ডেস্ক
  ২১ এপ্রিল, ২০২৪

শহরালির কড়চা

ঈদের বাজার, সব বিপণি

মার্কেট শপিং মল,

খুব জমেছে কেনাকাটায়

হায় মানুষের ঢল।

আলো ঝলমল সব দোকানে

নেই তো কিছু কম,

বিক্রেতা সব পায় না সময়

ফেলতে নাকি দম।

সাজ-পোশাকের বিপুল সম্ভার

আকাশছোঁয়া দর,

জিরো পার্সেন্ট নিম্ন বিত্তের

উপস্থিতির গড়।

মার্কেটে ঢুকে কিনবে তারা

নেই এত ধন,

যত থাকুক ইচ্ছা আশা

ছটফট করুক মন।

ঈদটা এলে উচ্চবিত্তের

বাড়ে নানা সখ,

যায় খুলে গুপ্ত সিন্দুকের

সকল প্রকার লক।

তাদের নেইরে কোনো অভাব

খ্যাতি অর্থ যশ,

তারাই করবে সবই ভোগ

সমস্ত রূপ-রস।

* জাকির আজাদ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close