reporterঅনলাইন ডেস্ক
  ২৮ এপ্রিল, ২০২৪

শহরালির কড়চা

ফজর আলী ইলেকশনে

মার্কা হলো লণ্ঠন

জিতলে তিনি প্রতিঘরে

লণ্ঠন হবে বণ্টন।

টাকার গরম দেখান তিনি

পকেট করে ঝনঝন

অহংকারে পা পড়ে না

তাহার আছে ধন জন।

ফুরফুরে ভাব সব সময় তার

মনটা করে চনমন

মিল থাকে না কথায় কাজে

হয় না রে এক ধন-মন।

দেবার প্রতিশ্রুতি দিয়ে

হেঁটে চলেন হনহন

ভোট পেয়ে যায় আবুল হোসেন

তার বেলাতে ঠনঠন।

* বাসুদেব খাস্তগীর

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close