reporterঅনলাইন ডেস্ক
  ২৮ এপ্রিল, ২০২৪

রুদ্ধশ্বাস শেষ ওভারে জিতল পাকিস্তান

৩০ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের ম্যাচ জয়ের মূল নায়ক শাহিন আফ্রিদি

জিততে হলে শেষ ওভারে নিউজিল্যান্ডের দরকার ১২ রান, হাতে ২ উইকেট। বল হাতে এসে শুরুতেই ওয়াইড দিলেন মোহাম্মাদ আমির। এই বল উইকেটরক্ষকের হাতে চলে গেলেও সেট হওয়া ব্যাটার জস ক্লার্কসনকে স্ট্রাইকে পাঠানোর জন্য বদলের চেষ্টা করেন বেন সিয়ার্স। নিরাপদ স্থানে যাওয়ার আগেই ননস্ট্রাইক প্রান্তে তার স্টাম্প ভেঙে দেন আমির।

পরের বল ইয়র্কার করে ক্লার্কসনকে কোনো রান করতে দেননি আমির। ওভারের দ্বিতীয় বলে আমিরকে লং অন অঞ্চলে খেলে দুবারের জন্য জায়গা বদলের চেষ্টা করেন ক্লার্কসন ও উইলিয়াম ও'রর্কে। প্রথম রান নিরাপদে নিলেও দ্বিতীয় রান নিতে গিয়ে ননস্ট্রাইক প্রান্তে রানআউট হয়ে গেলেন ও'রর্কে। এতে ৯ রানের শ্বাসরুদ্ধকর এক জয় পায় পাকিস্তান।

শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের ১৭৮ রানের জবাবে নিউজিল্যান্ড অলআউট হয়ে যায় ১৬৯ রানে। ফলে পাঁচ ম্যাচের সিরিজ শেষ হয় ২-২ সমতায়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নিউজিল্যান্ড,পাকিস্তান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close