reporterঅনলাইন ডেস্ক
  ১০ মে, ২০২৪

অবশেষে আয়ারল্যান্ড সফরে যাচ্ছেন আমির

পাকিস্তানের পেস বোলিং তারকা মোহাম্মদ আমির অভিমান করে ২০২০ সালে আন্তর্জাাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। সেই অবসরের সাড়ে ৪ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন এই পেসার । তার প্রত্যাবর্তনটা অবশ্য খুব যে মন্দ হয়েছে তা নয়।

জুনের ২ তারিখ থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি সারতে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। সেই দলে রাখা হয়েছে মোহাম্মদ আমিরকেও। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়ে ছিল। ভিসা জটিলতায় পাকিস্তান দলের অন্য সবাই আয়ারল্যান্ডের বিমানে চড়লেও ৩২ বছর বয়সি এই পেসারের চড়া হয়নি।

সিরিজটি তিনি আদৌ খেলতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। অবশেষ নানা জটিলতার পর আয়ারল্যান্ডের ভিসা পেয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দ্রুতই দেশ ছাড়বেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাকিস্তান,মোহাম্মদ আমির
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close