reporterঅনলাইন ডেস্ক
  ২০ মে, ২০২৪

এক আসরে ১ হাজার ২৪৬ গোলের রেকর্ড প্রিমিয়ার লিগে

ছবি : সংগৃহীত

যেন গোল উৎসব দিয়ে শেষ হলো ইংলিশ প্রিমিয়ার লিগের আসর। শেষ দিনে জালে বল গেল ৩৭ বার। তাতে হয়ে গেল ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ নামকরণের পর এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড।

এবার ৩৮০ ম্যাচে হয়েছে ১ হাজার ২৪৬ গোল। আগের সর্বোচ্চ ছিল ১ হাজার ২২২ গোল, হয়েছিল প্রথম আসরে, সেবার দল ছিল দুটি বেশি।

প্রথম দল হিসেবে প্রিমিয়ার লিগে টানা চারটি শিরোপা জয়ের পথে ৯৬ গোল করেছে ম্যানচেস্টার সিটি। রোববার নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে পেপ গুয়ার্দিওলার দল।

রানার্সআপ আর্সেনাল এখানেও দ্বিতীয়, করেছে ৯১ গোল। লিভারপুলের গোল ৮৬টি, নিজেদের রেকর্ড ৮৫ গোল করেছে নিউক্যাসল ইউনাইটেড। সবচেয়ে বেশি ১০৪ গোল হজম করেছে তলানির ক্লাব শেফিল্ড ইউনাইটেড, যা প্রিমিয়ার লিগের রেকর্ড।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রিমিয়ার লিগ,গোলবন্যা,লিভারপুল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close