কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

  ২০ মে, ২০২৪

রাজনগর উপজেলা নির্বাচন

টাকা বিলিকালে চেয়ারম্যানকে উত্তেজিত জনতার মারধর

আহত মুন্সিবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছালেক মিয়া । ইউপি ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের রাজনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে টাকা বিলি করতে গিয়ে উত্তেজিত জনতার মারধরের শিকার হয়েছেন সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ছালেক মিয়া। রবিবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের করিমপুর চা বাগানের হাইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছালেক মিয়া মুন্সিবাজার ইউনিয়নের (ইউপি) সাবেক চেয়ারম্যান এবং তিনি মটর সাইকেল প্রতীকের রওনক আহমদ অপুর সমর্থক।

জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রওনক আহমদ অপুর সমর্থনে কাজ করছেন সাবেক ইউপি চেয়ারম্যান ছালেক মিয়া। নির্বাচনী প্রচারের শেষ দিন ছালেক মিয়া ও তার ভাই বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বাবলু আহমদকে নিয়ে প্রাইভেট কার নিয়ে চা বাগান এলাকায় যান। ওই সময় মটর সাইকেল প্রতিকের প্রার্থীর পক্ষে টাকা বিলি করছেন এমন দৃশ্য দেখে চা শ্রমিকরা বাধা দেন। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা তাকে মারধর করে। পরে তিনি পালিয়ে চা শ্রমিক ফটিক কুর্মির বাড়িতে আশ্রয় নেন। প্রায় ২ ঘণ্টা তাকে অবরুদ্ধ করে চা শ্রমিকরা। খবর পেয়ে রাজনগর থানাপুলিশ তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।

ফটিক কুর্মি বলেন, ‘শুনেছি চেয়ারম্যান ছালেক বাগানে টাকা বিতরণ করে ভোট কিনছিলেন। শ্রমিকরা তাকে পিটিয়ে আমার বাড়ির দিকে ধাওয়া করলে তিনি আমার বাড়িতে আহত হয়ে আশ্রয় নেন।’

চা শ্রমিক নিয়তি রিকমন বলেন, ‘ছালেক মিয়া আমাদেরকে ৫০০ টাকা দিয়ে মটর সাইকেলে ভোট দিতে বলেন। এতে আমরা রাজি হইনি তাই তাকে মানুষ মেরেছে।’

রাজনগর থানার ওসি (তদন্ত) মির্জা মাজহারুল আনোয়ার বলেন, ‘খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। আহত চেয়ারম্যানকে উদ্ধার করে নিয়ে আসি।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৌলভীবাজার,রাজনগর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close