গাজীপুর প্রতিনিধি

  ০৫ মে, ২০২৪

গাজীপুরে হাসপাতালের বারান্দা থেকে পড়ে রোগীর মৃত্যু

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ১২তলার একটি করিডোরের পাশের ফাঁকাস্থান দিয়ে পড়ে জিল্লুর রহমান (৭০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। জিল্লুর রহমান গাজীপুরের কাপাসিয়া থানার দরদরিয়া এলাকার কাসেম আলীর ছেলে। তিনি ব্রেন স্ট্রোকে রোগী হিসেবে ওই হাসপাতালের ১২ তলার মেডিসিন বিভাগের বারান্দায় চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যু ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জিল্লুরের স্ত্রীর বরাত দিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল বলেন, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে জিল্লুর রহমান ধূমপান করতে ওই করিডোরের পাশে যান। হঠাৎ করে তিনি করিডোরের ফাঁকাস্থান দিয়ে পড়ে ১০তলায় লোহার জালিতে আটকে যান। কর্তব্যরত আনসার সদস্যরা খবর পেয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জরুরি বিভাগে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হলেন হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রুবিনা ইয়াসমিন। অন্য সদস্যরা হলেন একই বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন, মেডিসিনের আবাসিক চিকিৎসক শেখ কামরুল করিম, নার্সিং সুপার রোজিনা খাতুন, ওয়ার্ড মাস্টার রাতুল ইসলাম ও ডেপুটি ডাইরেক্টর জাহাঙ্গীর হোসেন।

তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এসআই ইব্রাহিম খলিল আরো বলেন, নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close