ফেনী প্রতিনিধি

  ২৩ মে, ২০২৪

ফেনীতে ১৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

ফেনীতে ১৬ হাজার ৪০০টি ইয়াবা ও ২০০ গ্রাম ইয়াবা পাউডারসহ মো. খোরশেদ আলম (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে তাকে গ্রেপ্তারের পর সন্ধ্যায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আলামতসহ ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার খোরশেদ আলম ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর কৌশ্যল্যা মোহরবাগ এলাকার ব্যাপারী বাড়ির আবদুল লতিফের ছেলে। তিনি দীর্ঘ দিন ফেনী শহরের ডাক্তার পাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় গ্রেপ্তার খোরশেদ এর বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close