অনলাইন ডেস্ক
১৭ মে, ২০২৪
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ১২৭ স্কোর নিয়ে ১০ নম্বরে অবস্থান করছে ঢাকা। শুক্রবার ছুটির দিন সকাল ৮টা ৫০ মিনিটের দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে।
এই স্কোর বাতাসের মানকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে। বৃহস্পতিবারও একই সময়ে ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ছিল।
এদিকে, বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ১৮৮ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। ১৮৪ স্কোর নিয়ে ভারতের দিল্লী দ্বিতীয় এবং ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন