বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

  ২৩ মে, ২০২৪

বোরহানউদ্দিনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছবি: প্রতিদিনের সংবাদ

ভোলার বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে রিক্তা মনি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের সাচড়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃতের বাবা রাকিব জানান, ওইদিন দুপুরে তার (শিশুর) মা তাকে ঘরে রেখে বাসার কাজে ব্যস্ত ছিল। তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে ঘরের পাশে কূপের পানিতে তাকে ভেসে থাকতে দেখেন। এ সময় উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভোলা,বোরহানউদ্দিন,পানি,ডুবে,শিশু,মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close