সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

  ২৩ মে, ২০২৪

সৈয়দপুর উপজেলা নির্বাচন

বিএনপির বহিষ্কৃত নেতা রিয়াদ চেয়ারম্যান

উপজেলা পরিষদ নির্বাচনে নীলফামারীর সৈয়দপুরে বিএনপি থেকে বহিষ্কার করা রিয়াদ সরকার রানা দোয়াত-কলম প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন।

রিয়াদ সরকার ৩২ হাজার ৩৬৬টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আজমল হোসেন সরকার (আনারস) প্রতীক। তিনি ভোট পেয়েছেন ১৮ হাজার ১৭২টি।

রিয়াদ হোসেন রানা সৈয়দপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জাতীয় সংসদ সদস্য এবং সাবেক সৈয়দপুর পৌর মেয়র প্রয়াত আমজাদ হোসেন সরকারের একটি মাত্র সন্তান। তিনি সৈয়দপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে গত ৪ মে তাকে বহিস্কার করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close