ক্রীড়া ডেস্ক

  ১০ মার্চ, ২০২৪

রিয়ালের সুখবর

চলতি মৌসুমের শুরু থেকেই রিয়াল মাদ্রিদকে ভোগাচ্ছে ইনজুরি। মৌসুমের মাঝপথ পেরিয়ে গেলেও চোটের আগ্রাসন থামেনি। ফলে চলতি মৌসুমে এখন অবধি পূর্ণ শক্তির দল মাঠে নামাতে পারেননি রিয়াল প্রধান কোচ কার্লো আনচেলত্তি। একের পর একে বাজে খবরের মধ্যে অবশেষে ভক্তদের বড় একটা সুখবর দিতে পারলেন ইতালিয়ান কোচ।

খবরটা রিয়ালের ব্রাজিলিয়ান ভক্তদের একটু বেশিই খুশি করতে পারে। এল ক্ল্যাসিকোর আগে পুরোপুরি ফিট হয়ে উঠছেন দলটির ডিফেন্ডার এডার মিলিতাও। নতুন করে চোটে না পড়লে আগামী ২১ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবেন তিনি। শুক্রবার রাতে সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন রিয়াল কোচ আনচেলত্তি। চলতি মৌসুমের প্রথম সপ্তাহে হাঁটুর চোট নিয়ে মাঠের বাইরে ছিটকে যান রিয়াল মাদ্রিদের রক্ষণ বিভাগের অন্যতম ভরসা মিলিতাও। নতুন মৌসুমের স্বপ্নযাত্রায় ৫০ মিনিট পর্যন্ত দলের সঙ্গে মাঠে থাকতে পেরেছিলেন ব্রাজিলিয়ান তারকা। তার চোট ছিল গুরুতর। সেটি মাঠ ছাড়ার সময়ই বোঝা যাচ্ছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close