reporterঅনলাইন ডেস্ক
  ০৫ জানুয়ারি, ২০২১

বুটেক্সের নতুন রেজিস্ট্রার ড. শাহ্ আলিমুজ্জামান

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্সে) রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান। বিভাগীয় প্রধানের দায়িত্বের পাশাপাশি রেজিস্ট্রার হিসেবে তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামানকে রেজিস্ট্রার পদে (অতিরিক্ত দায়িত্ব) নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. মনিরুল ইসলাম গত ৩০ ডিসেম্বর অবসরে গেলে রেজিস্ট্রার পদটি শূন্য হয়। অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান ১৯৮৩ সালে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে মাধ্যমিক এবং ১৯৮৫ সালে একই বিভাগ থেকে উচ্চ মাধ্যমিকে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। তৎকালীন ‘কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’ বর্তমানের টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১৯৯২ সালে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অধিকার করে বিএসসি ইন টেক্সটাইলই ঞ্জিনিয়ারিং শেষ করেন আলিমুজ্জামান। একই বছর কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন তিনি। অধ্যাপক আলিমুজ্জামান বেলজিয়ামের ‘ঘেন্ট বিশ্ববিদ্যালয়’ থেকে এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন ১৯৯৬ সালে। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ‘টেক্সটাইল সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপর এমফিল শেষ করেন ২০০৩ সালে। ২০১৪ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে। ২০১০ সালে ‘কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার পর অধ্যাপক আলিমুজ্জামান বিশ্ববিদ্যালয়টির প্রক্টর পদে যোগ দেন। এ ছাড়া ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদ দায়িত্ব পালন করেন তিনি। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close