রংপুর ব্যুরো

  ৩০ এপ্রিল, ২০২৪

আন্তর্জাতিক নৃত্য দিবস

রংপুরে আলোচনা ও নৃত্যানুষ্ঠান

রংপুরে আলোচনা, সম্মাননা ও নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত হয়। ছবি: প্রতিদিনের সংবাদ

রংপুরে আলোচনা, সম্মাননা ও নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে রংপুর বিভাগীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠান শেষ হয়।

বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা ও জেলা শিল্পকলা একাডেমি যৌথভাবে এর আয়োজন করে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘বিশ্বনাচে ছন্দময়, আসবে শান্তি কাটবে ভয়।’

নৃত্য শিল্পী সংস্থা রংপুরের সভাপতি আশরাফুল আলম আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) নাছিমা জামান। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ১৯৬০-এর দশকের নৃত্যশিল্পী ও শিল্পী সংস্থা রংপুরের সহ-সভাপতি শামিমা জামান।

আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রংপুর নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন নাট্য কেন্দ্রের সভাপতি মাহাবুবুল আলম খান, বাংলার চোখ-এর চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী। স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমি, রংপুরের কালচারাল অফিসার নুঝাত তাবাস্সুম রিমু।

অনুষ্ঠানে প্রবীণ নৃত্যশিল্পি সৈয়দ জুবের আলম রনি ও সোহেলা পারভীন শিল্পীকে কুঞ্জলাল সম্মাননা পদক দেওয়া হয়। এ সময় অভিভাবক অরুনিমা মহন্ত মিশুর মা ও রওজা করিম রোজার মাকে সম্মাননা পদক দেওয়া হয়েচে। এছাড়া জাতীয় পুরস্কার প্রাপ্ত শিশু শিল্পীদের সম্মাননা দেওয়া হয়।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর,আন্তর্জাতিক নৃত্য দিবস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close