reporterঅনলাইন ডেস্ক
  ৩০ এপ্রিল, ২০২৪

জানাল স্বাস্থ্য অধিদপ্তর

হিট স্ট্রোকে এক সপ্তাহে ১০ জনের মৃত্যু

তীব্র তাপপ্রবাহে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে হিট স্ট্রোকে মৃত্যুর তথ্য পাওয়া যাচ্ছে। তবে এসব মৃত্যু হিট স্ট্রোকে হয়েছে—এমনটা মানতে নারাজ স্বাস্থ্য অধিদপ্তর।

তদের তথ্যমতে, হিট স্ট্রোকে গত এক সপ্তাহে সারা দেশে ১০ জন মারা গেছেন। এর মধ্যে সোমবার হিট স্ট্রোকে তিনজন মারা যান। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, তীব্র গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন নারী। মারা যাওয়া ১০ জনের মধ্যে দুজন মাদারীপুরের। এ ছাড়া চুয়াডাঙ্গা, খুলনা, হবিগঞ্জ, রাজবাড়ী, ঝিনাইদহ, লালমনিরহাট, বান্দরবান ও চট্টগ্রাম জেলায় একজন করে মারা গেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে মাদারীপুর জেলায়। অন্যজন চট্টগ্রাম জেলায়। এ ছাড়া পাঁচজনের হাসপাতালে ভর্তির তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্বাস্থ্য অধিদপ্তর,হিট স্ট্রোক,তীব্র তাপপ্রবাহ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close