মেহেরাবুল ইসলাম সৌদিপ, জবি

  ২৮ এপ্রিল, ২০২৪

ছাত্রীদের মাতৃস্নেহে আগলে রেখেছেন জবি ছাত্রী হল প্রভোস্ট

ঈদুল ফিতরের দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার ছাত্রীদের সঙ্গে সময় কাটিয়েছেন। হল প্রভোস্টকে ঈদ দিন কাছে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে সুন্দর সময় কাটান ঈদের ছুটিতে হলে থাকা আবাসিক ছাত্রীরা।

জানা যায়, ইস্টার সানডে, শবেকদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে দীর্ঘ ১৭ দিনের ছুটি পায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে এই ছুটিতে খোলা থাকে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল। এই ছুটিতে অনেকেই হলে অবস্থান করেছেন।

পরীক্ষা, পড়াশোনা, ঈদের ছুটিতে যাতায়াত অসুবিধা আর বিসিএস কিংবা চাকরির পরীক্ষার জন্য ছাত্রীরা অনেকেই হলে রয়ে গেছেন। এই ছুটিতে হলে প্রায় ২০-২৫ ছাত্রী ছিলেন।

ঈদের দিন হল প্রভোস্ট হলের মেয়েদের জন্য পোলাও, রোস্ট ও সেমাই রান্না করে নিয়ে এসেছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত ছাত্রীদের সঙ্গে হলে সময় কাটিয়েছেন। তাদের সঙ্গে গল্প আড্ডায় মেতে ছিলেন হল প্রভোস্ট। সঙ্গে ছিলেন হাউস টিউটর ড. নিপা দেবনাথ। সব মেয়েদের হল প্রভোস্ট তার রুমের সামনে ডাকেন, গেস্টরুমে সবার সঙ্গে বসেন এবং তাদের খাবার খাওয়ান। সব মিলিয়ে একটি আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়।

হলের আবাসিক ছাত্রীরা জানান, ঈদ উপলক্ষে শ্রদ্ধেয় প্রভোস্ট ম্যামসহ সবার সঙ্গে কাটানো মুহূর্তগুলো অনেক সুন্দর ছিল। অশেষ কৃতজ্ঞতা উপাচার্য সাদেকা হালিম ম্যামকে, তার আন্তরিক নির্দেশনার জন্য।

তারা আরো বলেন, ‘আমাদের আরেকটি পরিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল। হলে এবারের ঈদের দিন আমাদের খুবই ভালো কেটেছে।’

এ বিষয়ে হাউস টিউটর ড. নিপা দেবনাথ বলেন, ‘অনেক দিন পর অন্যরকমভাবে ঈদ উদযাপন করলাম। আমাদের ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে সবকিছু ম্যানেজ করার জন্য। সবশেষে আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অভিভাবক উপাচার্য সাদেকা হালিম আপাকে। উনার অসাধারণ নির্দেশনা ও আর্থিক সহায়তা প্রদান করার জন্য।’

সার্বিক বিষয়ে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার বলেন, ঈদের দিন হলের ছাত্রীদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেছি। তারা আমার সন্তান। তাদের সঙ্গে সময় কাটাতে পেরে অনেক ভালো লেগেছে। অশেষ কৃতজ্ঞতা উপাচার্য সাদেকা হালিম আপাকে তার আন্তরিক নির্দেশনার জন্য।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close