কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

  ৩০ এপ্রিল, ২০২৪

কাউখালীতে জাহাজের ধাক্কায় বালু বোঝাই বাল্কহেড ডুবি

কাউখালীর সন্ধ্যা নদীতে জাহাজের ধাক্কায় মঙ্গলবার বালু বোঝাই বাল্কহেড ডুবে যায়। ছবি: প্রতিদিনের সংবাদ

পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীতে জাহাজের ধাক্কায় আল্লাহর দান নামের একটি বালু বোঝাই বাল্কহেড (বালি টানা জাহাজ) ডুবে গেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোংলাগামী এমভি মা-বাবার দোয়া-৫ নামের কোস্টার জাহাজটি সন্ধ্যা নদীর কাউখালী লঞ্চঘাট এলাকায় স্বরূপকাঠিগামী আল্লাহর দান নামের বালু বোঝাই বাল্কহেডটিকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা ৩ জন স্টাফকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে। ঘাতক জাহাজটিকে পালিয়ে যাওয়ার সময় কাউখালী নৌ-পুলিশ আটক করে। খবর পেয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বজল মোল্লা ঘটনাস্থলে যান।

কাউখালী নৌ-পুলিশের পরিদর্শক আনিচুর রহমান বলেন, কোস্টার জাহাজের ধাক্কায় বালু বোঝাই একটি বাল্কহেড সন্ধ্যা নদীর লঞ্চঘাট এলাকায় ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করেছেন। ঘাতক জাহাজটিকে আটক করা হয়েছে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পিরোজপুর,কাউখালী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close