প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ৩০ এপ্রিল, ২০২৪

সংক্ষিপ্ত খবরে সারাদেশ

ছবি: প্রতীকি

শিক্ষা সভা

দিনাজপুর প্রতিনিধি

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে দিনাজপুরে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব ও করণীয়’ শীর্ষক সভা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়াম হলে কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি মাদরাসা শিক্ষা বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে এ সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন। দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল ওয়াদুদ মন্ডল এ সভায় সভাপতিত্ব করেন।

তথ্য সভা

বরগুনা প্রতিনিধি

বরগুনার বেতাগী উপজেলায় রূপান্তর আস্থা প্রকল্পের উদ্যোগে ত্রৈমাসিক সভা এবং শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য নাগরিক প্লাটফর্মের সঙ্গে তথ্য বিনিময় সভা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বেতাগী উপজেলা হল রুমে এ তথ্য বিনিময় সভা হয়। সভায় সভাপতিত্ব করেন যুব ফোরামের আহ্বায়ক খাইররুল ইসলাম মুন্না। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প¬াটফর্মের সদস্য ও বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য রফিকুল ইসলাম।

ধান কাটা উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সমলয় চাষাবাদের আওতায় উৎপাদিত বেরো ধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের ধর্মতলা গ্রামের মাঠে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। উদ্বোধনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোশাররফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নুর-এ নবী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনাইদ হাবিব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মীর রাকিবুল ইসলামসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

বৃষ্টি প্রার্থনা

সিরাজগঞ্জ প্রতিনিধি

তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। তাই সৃষ্টিকর্তার কাছে সনাতন সম্প্রদায়ের পক্ষ থেকে ধরত্রীতে এক পশলা বৃষ্টির জন্য সিরাজগঞ্জে বিশেষ প্রার্থনা সভা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ইসকন মন্দিরে এ সভা হয়। সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার কানু, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহাসহ জেলা পূজা উদযাপন কমিটির নেতারা।

অবহিতকরণ সভা

কালীগঞ্জ প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে সার্বজনীন পেনশন স্কীম এ উপজেলায় সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ বিষয়ক সভা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে এ সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজী টুলু। সভায় বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ইমাম-মোয়াজ্জিন, সংবাদমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

সমন্বয় সভা

রাজারহাট প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে আইনশৃঙ্খলা ও অন্যান্য কমিটির মাসিক সমন্বয় সভা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম। সভায় উপস্থিত ছিলেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম সাবু মন্ডল, প্রেস ক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অন্য সদস্যরা।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সংক্ষিপ্ত খবরে সারাদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close