অনলাইন ডেস্ক
২১ মে, ২০২৪
লিভারপুলের নতুন কোচ স্লট
ফেইনুর্ডের কোচ আর্না স্লটকে আগামী তিন বছরের জন্য চুক্তি করিয়েছে লিভারপুল।
লিভারপুল তাদের ওয়েবসাইটে স্লটকে কোচ করা নিয়ে একটি বিবৃতি দিয়েছে। সেখানে তারা জানিয়েছে, আগামী ১ জুন থেকে লিভারপুলের দায়িত্ব নিচ্ছেন আর্না স্লট। তারা চুক্তির মেয়াদ সম্পর্কে না জানালেও বিবিসি জানিয়েছে, দুপক্ষের চুক্তির মেয়াদ তিন বছর।
৪৫ বছরের এই ডাচকে কোচ করে আনতে ফেইনুর্ডকে ৯৪ লাখ পাউন্ড ক্ষতিপূরণ দিয়েছে লিভারপুল। গত মৌসুমে ডাচ ক্লাবটিকে শীর্ষ লিগ জিতিয়েছেন স্লট। এবার তার অধীনে লিগে দ্বিতীয় হওয়ার পাশাপাশি ডাচ কাপ জিতেছে ফেইনুর্ড।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন