বগুড়া প্রতিনিধি

  ০৩ জানুয়ারি, ২০১৯

নির্বাচনী সহিংসতা

বগুড়ায় মারা গেলেন আহত ইউপি সদস্য আ.লীগ নেতা ডুয়েল

অবশেষে মারা গেলেন নির্বাচনী সহিংসতায় আহত কাহালুর পাইকড় ইউপি সদস্য নাজমুল হুদা ডুয়েল। গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে, ৩০ ডিসেম্বর দুপুরে বগুড়া-৪ আসনের কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের বাগাইল গ্রামে ধানের শীষের কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আজিজুর রহমান (৩০) নিহত হয় ও পাইকর ইউনিয়ন পরিষদের সদস্য স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদা ডুয়েল গুরুতর আহত হন। সংসদ নির্বাচনে ভোটগ্রহণকালে কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের বাগইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাহিরে এ ঘটনা ঘটে। পাইকড় ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পাইকড় ইউপি সদস্য নাজমুল হুদা ডুয়েলকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার তাকে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। বুধবার সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পাইকড় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিটু চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ওই ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, পাইকড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাইকড় ইউপি চেয়ারম্যান মিটু চৌধুরী, পাইকড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল খালেকসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close