নিজস্ব প্রতিবেদক

  ০৭ মে, ২০২৪

উপজেলা নির্বাচন

দ্বিতীয় ধাপে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২১ প্রার্থী

দেশে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২১ প্রার্থী। তাদের মধ্যে ৭ জন চেয়ারম্যান। গতকাল সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

দেশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ২১ মে। এ ধাপে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ৩০ এপ্রিল।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, দ্বিতীয় ধাপে ২১ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৭ জন। এর মধ্যে কুমিল্লা আদর্শ সদরে তিন পদেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এর আগে প্রথম ধাপের নির্বাচনে ৭ জন চেয়ারম্যানসহ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৬ প্রার্থী। আগামীকাল বুধবার (৮ মে) ভোটগ্রহণের মধ্যে দিয়ে এবার উপজেলা পরিষদ নির্বাচন শুরু হচ্ছে। প্রথম ধাপে দেশের ১৫০ উপজেলায় ভোটগ্রহণ হচ্ছে।

ইসির তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপের নির্বাচনে তিন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ১৮২৮ জন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৬০৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৪ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৫২৯ জন প্রার্থী ।

দ্বিতীয় ধাপে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী চেয়ারম্যানরা হলেন সাভারে মঞ্জুরুল আলম রাজীব, ফরিদপুরের নাগরকান্দায় মো. ওয়াহিদুজ্জামান, কুমিল্লা আদর্শ সদরে মো. আমিনুল ইসলাম, জামালপুরের ইসলামপুরে মো. আ. ছালাম, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আবুল কাশেম চিশতী, চট্টগ্রামের রাউজানে এ কে এম এহছানুল হায়দার চৌধুরী ও মৌলভীবাজার সদরে মো. কামাল হোসেন।

ভাইস চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রাঙামাটির রাজস্থালীর শ্রী হারাধন কর্মকার, রাজশাহীর বাগমারায় মো. শহীদুল ইসলাম, কুমিল্লা আদর্শ সদরে আহাম্মেদ নিয়াজ, নারায়ণগঞ্জের আড়াইহাজারে মো. রফিকুল ইসলাম, চট্টগ্রামের রাউজানে নুর মোহাম্মদ, চাঁদপুরের হাজীগঞ্জে সুমন ও রূপগঞ্জে মো. মিজানুর রহমান।

এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাঈদা সুলতানা, রাঙামাটির রাজস্থালীর গৌতমী খিয়াং, কুমিল্লা আদর্শ সদরে হোসনে আরা বেগম, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হোসনে আরা বেগম, রাউজানে রুবিনা ইয়াছমিন রুজি, নারায়ণগঞ্জের রূপগঞ্জের ফেরদৌসী আক্তার ও আড়াই হাজারে শাহিদা মোশারফ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close