reporterঅনলাইন ডেস্ক
  ১৯ মে, ২০২৪

রবীন্দ্র-সুকান্ত-নজরুলকে স্মরণ করল সন্দীপন

মননশীল সাহিত্যসংগঠন সন্দীপন সাহিত্য আড্ডা-এর আয়োজনে বাংলা সাহিত্যের তিন গুরুত্বপূর্ণ লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত ভট্টাচার্য ও কাজী নজরুল ইসলামের স্মরণে অনুষ্ঠিত হলো তিন কবির কবিতা আবৃত্তি, লেখা পাঠ ও আলোচনা।

গত শুক্রবার (১৭ মে) কবি বিজনকান্তি বণিকের সভাপতিত্বে এবং কবি সাদরুল উলার সঞ্চালনায় বিকেল ৪টায় জেলা পাবলিক লাইব্রেরি, কিশোরগঞ্জের নিচতলায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন—লেখক মু আ লতিফ এবং পরিবেশকর্মী শেখ সেলিম কবীর। কবিতা আবৃত্তি করেন—আবদুল ওয়াহাব, ফরিদ উজ-জমান পলাশ, মনিরা আজম ইতি। স্বরচিত লেখা পাঠ করেন—গল্পকার মুহাম্মদ শামীম রেজা, কবি রাশেদ মনির।

বক্তব্য ও অনুভূতি-প্রকাশপর্বে অংশ নেন—কবি ও সম্পাদক আমিনুল ইসলাম সেলিম, কবি খলিল ইমতিয়াজ, গল্পকার জমাতুল ইসলাম পরাগ, আরডিএস-এর নির্বাহী পরিচালক ইফতেখার হোসেন সাকিব প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন—কবি আলী আকবর, এস এম জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম উচ্ছ্বাস, হিরণ আকন্দ, দেওয়ান আদনান সাকিব, তানভীর খান সায়ন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সন্দীপন,কিশোরগঞ্জ,সাহিত্য আড্ডা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close