কবি সুফিয়া কামালের ১১৩তম জন্মবার্ষিকীতে ফুলেল শ্রদ্ধা
জননী সাহসিকা কবি ও বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের ১১৩তম জন্মবার্ষিকীতে বৃহস্পতিবার সেগুনবাগিচায় বাংলাদেশ মহিলা পরিষদের কার্যালয় সুফিয়া কামাল ভবনে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, সামাজিক, গণতান্ত্রিক, নারীমুক্তি আন্দোলনের পথপ্রদর্শক এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের জন্মদিন আজ। তিনি অসমতা, অন্যায্যতার বিরুদ্ধে ও প্রগতির পক্ষে যে আন্দোলনের সূচনা করেছেন, তার স্নেহধন্য হিসেবে আমরা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব।
এ সময় শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা, সম্পাদকমণ্ডলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কবির জন্মদিন উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা নারী জাগরণের অন্যতম পথিকৃৎ কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আত্মার মাগফিরাত কামনা করেন।