শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

  ০৮ মে, ২০২৪

শ্যামনগর উপজেলা নির্বাচন

ছেলের হাত ধরে ভোট দিলেন ৯০ বছরের হাজারি লাল কয়াল

বৃদ্ধ হাজারি লাল কয়াল ও তার ছেলে সুকদেব কয়াল। ছবি: প্রতিদিনের সংবাদ

সাতক্ষীরার শ্যামনগরের বাসিন্দা হাজারি লাল কয়াল বয়স ৯০ পেরিয়েছে। বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়লেও শেষ বারের মতো ভোট দেওয়ার ইচ্ছা তার। তাইতো ছেলের হাত ধরে কেন্দ্রে এসে উপজেলা নির্বাচনের ভোট দিয়েছেন।

বুধবার (৮ মে) উপজেলার দক্ষিণ বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। হাজারি লাল কয়ালের বাড়ি ঈশ্বরীপুর ইউনিয়নের দক্ষিণ বংশীপুর গ্রামে।

বৃদ্ধ হাজারি লাল কয়াল বলেন, ‘পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি, আমি অনেক খুশি। আমার বয়স ৯০ পেরিয়েছে, এখন আর হাটাচলা করতে পারিনে। তারপরও আসলাম ছেলের সঙ্গে। হয়তো আর ভোট দিতে পারবো না। এটাই আমার জীবনের শেষ ভোট। তাই কষ্ট হলেও আসলাম।’

হাজারি লালের ছেলে সুকদেব কয়াল বলেন, বাবা খুব অসুস্থ। বাড়িতে কয়দিন যাবত বলছে এটাই হয়তো আমার জীবনের শেষ ভোট, আমাকে ভোট দিতে নিয়ে যেও। অসুস্থ হওয়ার পরেও তাকে কেন্দ্রে নিয়ে এসেছি। ভোট দিতে পেরে তিনি অনেক খুশি।

জানা গেছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাতক্ষীরা,শ্যামনগর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close