নিজস্ব প্রতিবেদক

  ০৮ মে, ২০২৪

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন স্থগিত করতে হবে

মোয়াজ্জেম খান

কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু আহাদ আল মামুন ওরফে দীপু মীরকে সোমবার রাতে অপহরণের চেষ্টাসহ মারধর করে গুরুতর আহত করা হয়। পরে তাকে কুষ্টিয়া সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ নাগরিক কল্যাণ পার্টি, গণতান্ত্রিক ঐক্য, বাংলাদেশ কনজারভেটিভ পার্টি ও বাংলাদেশ ন্যায়বিচার পার্টি। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিস। আরো বক্তব্য দেন নাগরিক কল্যাণ পার্টির সভাপতি শহীদুন্নবী ডাবলু, বাংলাদেশ কনজারভেটিভ পার্টির সভাপতি আনিছুর রহমান দেশ, বাংলাদেশ ন্যায় বিচার পার্টির সভাপতি মোহাম্মদ হোসেন লিটন, গণতান্ত্রিক ঐক্যের সভাপতি রফিকুল ইসলাম আসাদ, নকিব হক, জাসদের নেতা হুমায়ুন কবির, হাওলাদার হুমায়ুন করিব, শেখ বাদশাউদ্দিন মিন্টু, মোহাম্মদ আলী ও জাসদ সিরাজের মো. আব্দুল জব্বার। মোয়াজ্জেম হোসেন খান মজলিস বলেন, প্রধান নির্বাচন কমিশনারকে বলতে চাই কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু আহাদ আল মামুন ওরফে দীপু মীরের ওপর সন্ত্রাসী হামলার বিচার চাই, আমাদের দাবি কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করা হোক। ওখানে অবাধ নির্বাচনের পরিবেশ নেই। এম এ জলিল বলেন, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী দীপু মীরের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির চাই। সেখানকার নির্বাচন স্থগিত করা হোক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close