প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৭ মে, ২০২৪

বাবা-ছেলেসহ প্রাণহানি ৭

জামালপুর, জয়পুরহাট, বগুড়া ও চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ সাতজনের প্রাণহানি হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। প্রতিনিধিদের পাঠানো খবর-

জামালপুর : মাদারগঞ্জ উপজেলায় কয়লাভর্তি ট্রাক উল্টে প্রাণ হারালেন এক চালক। এ সময় আহত হন তার সহযোগী। গতকাল সকালে উপজেলার ঘুঘুমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

জয়পুরহাট : সদর উপজেলার দাদরা এলাকায় ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গত রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার পাঁচবিবি উপজেলার বড় মানিক গ্রামের ইদ্রিস আলী ও সালুয়া গ্রামের জিতেন বর্মণ।

আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘিতে রাস্তা পারাপারের সময় তেলবাহী লরির চাপায় হিরেন্দ্রনাথ বর্মণ (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বিকেল ৩টায় নসরতপুর মুরইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হিরেন্দ্রনাথ বর্মণ উপজেলার নসরতপুর ইউনিয়নের পুসিন্দার বীরেন্দ্রনাথ বর্মণের ছেলে। এদিকে সড়ক দুর্ঘটনায় আহত বগুড়ার আদমদীঘির সান্তাহার কলসা আহসান উল্লাহ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আবুল কাশেম আইনুল হক (৫৭) চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে মারা গেছেন। এর আগে শনিবার সন্ধ্যায় সান্তাহার হার্ভে স্কুল রোড এলাকার ঝংকার ক্লাবের সামনে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

হাজীগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের হাজীগঞ্জে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা আবু তাহের মোল্লা (৫৫) ও তার ছেলে মামুন হোসেন মোল্লা (২৫) নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার তিন যাত্রী। গতকাল দুপুর দেড়টার দিকে উপজেলার বাকিলার গোগরা নামক স্থানের চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তাহের মোল্লা ও তার ছেলে হাজীগঞ্জের গর্ন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের পয়ালজোশ গ্রামের মোল্লাবাড়ির বাসিন্দা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close