চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

  ০৮ মে, ২০২৪

চৌদ্দগ্রামে নিজ ঘরে বিদ্যুৎস্পর্শে যুবক নিহত

ছবি: প্রতীকি

কুমিল্লার চৌদ্দগ্রামে নির্মানাধীন নিজ বসতঘরে বিদ্যুৎস্পর্শে মো. রেজাউল ইসলাম তপু (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ মে) সকালে চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর গ্রামের জামে মসজিদপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।

নিহত তপু ওই এলাকার মৃত আব্দুস সোবহান এর ছোট ছেলে। গতকাল বুধবার দুপুরে বিষয়টি জানান নিহতের চাচাতো ভাই আব্দুর রব লাভলু। চৌদ্দগ্রাম আল নূর হসপিটালের চেয়ারম্যান খোরশদে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত বুধবার সকাল ৯টায় নির্মাণাধিন বসতঘরের কাঁচা দেয়ালে মোটরপাইপ দিয়ে পানি দিচ্ছিলো তপু। এ সময় পানি ছিটকে ঘরের বৈদ্যুতিক সুইচবোর্ড ভিজে যায় এবং ঘরের মেঝেতে পানি জমে থাকে। পরে পানি দেওয়া শেষ হলে তপু ওই ঘরের একটি কক্ষের জ¦লন্ত বৈদ্যুৎতিক বাতি বন্ধ করতে সুইচবোর্ডে হাত দেওয়ার সময় বিদ্যুতায়িত হন। পরে ঘরের মেইনসুইচ বন্ধ করে ওই ঘরে কর্মরত রাজমিস্ত্রিরাসহ পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল এগারটায় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুমিল্লার চৌদ্দগ্রাম,বিদ্যুৎস্পর্শে মৃত্যু,চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close