reporterঅনলাইন ডেস্ক
  ০২ মে, ২০২৪

নিকেতন কিডজ ক্লাব শিশুদের গাছ রোপণ

ছবি : প্রতিদিনের সংবাদ

রাজধানীর নিকেতন কিডজ ক্লাবের শিশুরা গাছ রোপণ করে এবং পট চিত্র কর্মশালায় অংশ নেয়।

বৃহস্পতিবার (২ মে) শিশুরা গাছ রোপণ করে।

স্থপতি নাফিসা বারীর বৃক্ষ ও বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে ভিডিও উপস্থাপনা এবং সংক্ষিপ্ত সেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

এরপরে শিশুদের গাছ লাগানো এবং পরিচর্চা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। অতঃপর একটি সৃজনশীল অধিবেশন এ বাচ্চাদের তাদের পাত্রগুলি পছন্দ মতন রঙ করতে উদ্বুদ্ধ করা হয়

স্থপতি শারমিন আফরোজ সুমির গাছপালা সন্নিবেশিত ছাদে এক মনোরম পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি আশা প্রকাশ করেন এই ধরনের উদ্যোগ শিশুদের পরিবেশে সম্পর্কে অধিকতর সচেতন হতে সাহায্য করবে।

নিকেতন কিডজ ক্লাব তার পরবর্তী ইভেন্ট ঘোষণা করেছে, গ্রীষ্মকালীন ফল উৎসব, যা ৩১ মে, ২০২৪ এ অনুষ্ঠিত হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাছ রোপণ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close