দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

  ০৮ মে, ২০২৪

দুমকিতে উপজেলা পরিষদ নির্বাচনে অবৈধ নির্বাচনী ক্যাম্প অপসারণ

ছবি: প্রতিদিনের সংবাদ

পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহজাহান শিকদার ও মেহেদী হাসান মিজান কর্তৃক স্থাপিত অবৈধ নির্বাচনী ক্যাম্প অপসারণ করলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহিন মাহমুদ।

মঙ্গলবার (৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার লেবুখালী ও নতুন বাজার এলাকায় স্থাপিত ওই দুই প্রার্থীর নির্বাচনী ক্যম্পগুলো অপসারণ করা হয়। এ ছাড়া বিকেলে উপজেলার লেবুখালী ইউনিয়নের পাগলার মোড় এলাকার বিভিন্ন প্রার্থীর অবৈধ ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়েছে। এর আগে গত সোমবার বর্তমান উপজেলা চেয়ারম্যান ড. হারুন-অর রশীদ হাওলাদার নির্বাচনী কাজে সরকারী গাড়ি অবৈধভাবে ব্যবহার করায় গাড়ি জব্দ করেন ইউএনও।

ইউএনও ও সহকারী রিটানিং কর্মকর্তা শাহিন মাহমুদ জানান, নির্বাচনী আচরন বিধি অনুযায়ী আসন্ন ১৩ তারিখের পরে অর্থাৎ প্রতীক বরাদ্দের পরে অনুমতি সাপেক্ষে প্রার্থীরা নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবেন। বিধি বহির্ভূতভাবে সরকারি গাড়ি ব্যবহার করার কারণে উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে সরকারি গাড়িটি সোমবার জব্দ করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পটুয়াখালী দুমকি,দুমকি উপজেলা পরিষদ নির্বাচন,অবৈধ নির্বাচনী ক্যাম্প অপসারণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close