ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ০৮ জানুয়ারি, ২০২৪

স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে হত্যার হুমকি, জিডি

ব্রাহ্মণবাড়িয়ায় এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আশুগঞ্জের তারুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও তার স্ত্রী-পুত্রের বিরুদ্ধে থানায় জিডি হয়েছে। হুমকি পাওয়া তারুয়ার দাই মোল্লার বাড়ির জামির হোসেন (৩৫) গত শনিবার আশুগঞ্জ থানায় এই ডায়েরি করেন।

জামির ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী কলারছড়ি প্রতীকের মঈন উদ্দিন মঈনের সমর্থক। জিডিতে অভিযুক্তরা হলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদল সাদির (৫৫) ও তার স্ত্রী নাদিমা বেগম (৫০)। আরেক স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের জিয়াউল হক মৃধার সমর্থক।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক জানান, এ ব্যাপারে দুটি জিডি হয়েছে। বিষয়টি দেখা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close