ক্রীড়া প্রতিবেদক

  ১৮ মার্চ, ২০২৪

সুদানের হার দিয়ে ছক কষছেন কাবরেরা

সৌদি আরবে দুই সপ্তাহের ক্যাম্প শেষ। দল রওনা দিয়েছে কুয়েতের উদ্দেশে; সেখানে ফিলিস্তিনের বিপক্ষে হবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। সৌদি ছাড়ার আগে ক্যাম্প, ট্রেনিং, দুটি প্রস্তুতি ম্যাচ খেলা­- সবকিছু মিলিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে বলে জানালেন কোচ হাভিয়ের কাবরেরা। কুয়েতে আগামী ২১ মার্চ ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ে ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই দলের ফিরতি লেগ ঢাকায় বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে ২৬ মার্চ।

গত বছর সাফ চ্যাম্পিয়নশিপের আগে সৌদি আরবে ক্যাম্প করেছিল বাংলাদেশ। সেই ক্যাম্পের সুফল পেয়েছিল দল; গ্রুপ পর্ব থেকে বারবার ছিটকে যাওয়ার বৃত্ত ভেঙে জামাল-জিকোরা খেলেছিলেন সেমিফাইনাল। ফিলিস্তিন ম্যাচ সামনে রেখে সৌদিতে এবারও কাবরেরা ক্যাম্প করতে চেয়েছিলেন মূলত দুটি কারণে। প্রথমত, কুয়েতের ভেন্যুতে খেলা বলে সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। আর আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে নিবিড়ভাবে প্রস্তুতির জন্য। কুয়েত যাওয়ার আগে কোচের কণ্ঠে তাই শোনা গেল ক্যাম্প নিয়ে সন্তুষ্টির কথা। প্রত্যাশা অনুযায়ী সৌদি আরবের ক্যাম্পে দারুণ অভিজ্ঞতা হয়েছে। এখানে ক্যাম্প করার সুযোগ পেয়ে আমরা খুশি ছিলাম, গত বছরও আমরা এখানে ক্যাম্প করেছিলাম। বছর জুড়ে যে ধারণা নিয়ে কাজ করেছি, সেটার উন্নতির জন্য এখানকার সুযোগ সুবিধা ভালো। নতুন খেলোয়াড়দের জন্য এ বছরের ভিত তৈরি করে দেবে এ ক্যাম্প।

‘আবাসান, খাবার, জিমনেশিয়াম, আতিথেয়তা- সবকিছুই দারুণ ছিল। প্রতিদিন আমরা খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগতভাবে বসেছি, টিম মিটিং করেছি, খেলোয়াড়ের সঙ্গে ভাবনা, মতামত ভাগাভাগি করেছি। সুদানের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছি, যেটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল।’ ‘সুদানের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের প্রথমটি হয়েছিল গোলশূন্য ড্র, দ্বিতীয়টিতে ৩-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে ওই দুই ম্যাচে খেলোয়াড়দের পরখ করে নেওয়ার সুযোগ পেয়েছিলেন কাবরেরা। সুদান ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবং প্রস্তুত হয়ে ওঠা স্কোয়াড নিয়ে ফিলিস্তিনের বিপক্ষে ভালো কিছুর সম্ভাবনা দেখছেন কোচ।’

‘পুরোপুরি প্রস্তুত স্কোয়াড পাওয়া ইতিবাচক। ছোটখাটো ঝামেলা কাটিয়ে সাদ উদ্দিন ফিরেছে, খুব সতর্কভাবে তার জন্য আমরা রিহ্যাব প্রোগ্রাম রেখেছিলাম। সুদানের বিপক্ষে কিছুক্ষণ খেলেছে, তাতে সে শারীরিক ও মানসিকভাবে স্বাচ্ছন্দ্যবোধ করছে, যেটা আরও ইতিবাচক দিক।’ ‘যে কৌশল নিয়ে কাজ করেছি আমরা, তা আরেক ধাপ এগিয়েছে। বিপক্ষে ম্যাচগুলোয় আমরা ইতিবাচক দিক দেখেছি, এখন সেটা আমাদেরকে মূল ম্যাচে করে দেখাতে হবে। ইতিবাচক বিষয় হচ্ছে, দলে অনেক তরুণ ও নতুন খেলোয়াড় এসেছে, যারা আমাদের ধ্যান-ধারণা, পরিকল্পনার সঙ্গে মানিয়ে নিয়েছে এবং খুব ভালোভাবে সাড়া দিচ্ছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close